সন্দেশখালিতে নারী নির্যাতন ইস্যুকে হাতিয়ার করে রাজ্য রাজনীতি তোলপাড় করেছিল বিরোধীরা। পাল্টা একাধিক স্টিং ভিডিও প্রকাশ্যে এনে তৃণমূল কংগ্রেস দাবি করেছে, সন্দেশখালিতে নারী নির্যাতনের অভিযোগ আসলে ‘সাজানো নাটক’। আর সেই দাবিকে সামনে রেখেই শুক্রবার সন্দেশখালির মহিলাদের পথে নামাল তৃণমূল কংগ্রেস। নেতৃত্বে ছিলেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়দর্শিনী হাকিম, ছাত্রনেত্রী রাজন্যা হালদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিন বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের সমর্থনে সন্দেশখালির বোয়ারমারি এলাকায় মহিলাদের বিশাল মিছিল এলাকা পরিক্রমা করে। যোগ দেন প্রায় ১ হাজার মহিলা। তাঁদের হাতে লক্ষ্মীর ভাণ্ডার সহ রাজ্য সরকারের একাধিক প্রকল্পের কাটআউটে সুসজ্জিত মিছিল গোটা এলাকার মানুষের দৃষ্টিআকর্ষণ করে।