তমলুকের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখে ‘চাকরি চোর’ স্লোগান! এদিন একাধিক বুথের বাইরে অভিজিতকে দেখে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা।
পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে, যে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। বিক্ষোভ প্রসঙ্গে অভিজিৎ বলেন, “সাধারণ মানুষ শান্তিতে ভোট দিচ্ছেন। আমার ধারণা তৃণমূল সমর্থকরাই এই ধরনের স্লোগান দিচ্ছে। ও আমার গা সওয়া হয়ে গেছে।”