Sambad Samakal

Loksabha Election: ভোটের দিন ‘সেলফি মোডে’ তৃণমূল প্রার্থী দেব! কী বার্তা হিরণকে?

May 25, 2024 @ 2:57 pm
Loksabha Election: ভোটের দিন ‘সেলফি মোডে’ তৃণমূল প্রার্থী দেব! কী বার্তা হিরণকে?

বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই শনিবার চলছে ষষ্ঠ দফার ভোটগ্রহণ। আর তারমধ্যই ভিন্ন ছবি উঠে এল ঘাটাল লোকসভ থেকে। ‘সেলফি মোডে’ তৃণমূলের তারকা প্রার্থী দেব!

এদিন একাধিক বুথের বাইরে নতুন প্রজন্মের ভোটারদের সঙ্গে সেলফি তুলতে দেখা গেল তাঁকে। এমনকী ভোটের লাইনে থাকা ব্যক্তিরাও একের পর এক ছবি তুললেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দেব বলেন, “এভাবে আনন্দের সঙ্গে ভোট হোক এটাই আমি চাই। প্রথমবার যারা ভোট দিচ্ছে, তাদের উৎসাহই অন্যরকম। হিরণ শুধু অভিযোগ করে সংবাদমাধ্যমের খবরে থাকতে চাইছে।”

Related Articles