Sambad Samakal

Loksabha Election: ঘাটাল-কেশপুরে দফায় দফায় বিক্ষোভের মুখে হিরণ! বচসা পুলিশের সঙ্গেও

May 25, 2024 @ 11:47 am
Loksabha Election: ঘাটাল-কেশপুরে দফায় দফায় বিক্ষোভের মুখে হিরণ! বচসা পুলিশের সঙ্গেও

শনিবার ভোটের দিন সকাল থেকেই ঘাটাল ও কেশপুরের একাধিক এলাকায় দফায় দফায় বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়।

ঘাটাল ও কেশপুরে বুথ কেন্দ্রের সামনে পৌঁছতেই হিরণের গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকরা। এমনকী তাঁর গাড়ির সামনেও শুয়ে পড়েন। ঘাটালে থানার ওসির সঙ্গেও তীব্র বচসায় জড়ান বিজেপি প্রার্থী। যদিও পরে বিশাল কেন্দ্রীয় বাহিনী তাঁকে নিরাপত্তা দিয়ে এলাকার বাইরে পৌঁছে দেন।

Related Articles