ভোটের দুপুরে উত্তপ্ত ঝাড়গ্রামের গরবেতা! জানা যাচ্ছে, এদিন ঝাড়গ্রামের বিজেপি নেতা প্রণত টুডু গরবেতার ভোট পরিস্থিতি খতিয়ে দেখতে যান। সেই সময়েই তাঁর গাড়ি আটকে বিক্ষোভ শুরু হয়। লাগাতার পাথর বৃষ্টি করা হয়। পাথরের আঘাতে রক্তাক্ত হন প্রণত টুডুর নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
এমনকী ঘটনাস্থলে উপস্থিত সংবাদমাধ্যমের একাধিক গাড়িও ভাঙচুর করা হয়। বিজেপি প্রার্থীর অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা তাঁকে প্রাণে মেরে ফেলার পরিকল্পনা করা হয়েছিল। গড়বেতাকে সন্দেশখালিতে পরিণত করেছেন শাসক দল তৃণমূল কংগ্রেস।