Sambad Samakal

Loksabha Election: নন্দীগ্রামে বিজেপির হয়ে ছাপ্পা ভোট! কী অভিযোগ দেবাংশুর?

May 25, 2024 @ 2:01 pm
Loksabha Election: নন্দীগ্রামে বিজেপির হয়ে ছাপ্পা ভোট! কী অভিযোগ দেবাংশুর?

নন্দীগ্রামের সোনাচূড়ায় বিজেপির হয়ে ছাপ্পা ভোট! ভোট চলাকালীন এমনই বিস্ফোরক অভিযোগ করলেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য।

তাঁর দাবি, বুথের মধ্যে বিজেপি কর্মীরা দল বেঁধে প্রবেশ করে ছাপ্পা ভোট দিচ্ছেন। নিজের অভিযোগের সপক্ষে একটি ছবিও পোস্ট করেছেন তিনি। যদিও নির্বাচন কমিশন এই অভিযোগ নস্যাৎ করে দাবি করেছে, সংশ্লিষ্ট বুথের ভিভিপ্যাট মেশিন খারাপ হয়ে যাওয়ায় তা বদলানো হচ্ছিল। সেই কারণেই জটলা ছিল বুথের ভেতরে।

Related Articles