ভোটের আগের রাতে তমলুক লোকসভার মহিষাদলে তৃণমূল নেতা খুনে গ্রেফতার বিজেপির বুথ সভাপতি! জানা যাচ্ছে, তৃণমূল কর্মী শেখ মইবুলকে গতরাতে খুন করে দেহ পুকুরে ফেলে দেওয়া হয়।
এই ঘটনায় কমিশনের তরফে এদিন সকালেই অ্যকশান টেকেন রিপোর্ট চাওয়া হয়। পুলিশ সূত্রে খবর, এই খুনের ঘটনায় বিজেপির বুথ সভাপতি সহ ৩ জনে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। ধৃতদের জেরা করে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।