দলটাকে বেচে দেওয়ার পরিকল্পনা করছেন! নির্বাচনী প্রচারে গিয়ে নিজের দলের বিধায়ককেই কার্যত এ ভাষায় তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের সমর্থনে হাড়োয়ায় জনসভ করতে যান মমতা। সেখানে জেলার সমস্ত শীর্ষ স্থানীয় তৃণমূল নেতা ও জনপ্রতিনিধিরা উপস্থিত থাকলেও, ছিলেন না মিনাখাঁর বিধায়ক উষারানি মণ্ডল। আর তা জানার পরেই কার্যত ক্ষোভে ফেটে পড়েন মমতা।
ভরা সভায় মঞ্চ থেকে মমতা বলেন, “তৃণমূলের এমএলএ থাকবেন, কিন্তু মিটিংয়ে আসবেন না, এটা চলবে না। যতক্ষণ না পায়ে ধরে ক্ষমা চাইছে, উষারানি মণ্ডলের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। আপনাদের মতো লোক চাই না। আপনি স্বামীকে নিয়ে দলটা বেচে দেবেন ভাবছেন! এটা মানব না।”