বাংলাদেশের ভেকুপাড়া ও পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘রেমাল’! জানা যাচ্ছে, ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। প্রায় ৪ ঘণ্টা ধরে চলবে এই প্রক্রিয়া। দক্ষিণ চব্বিশ পরগনার বকখালি, সাগরদ্বীপ, ঝড়খালি, কুলতলী, বাসন্তি, গোসাবা, ক্যানিং সহ বিভিন্ন স্থানে প্রবল ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। সঙ্গেই রয়েছে বৃষ্টির দাপটও।
শহর কলকাতায় রাত সাড়ে দশটার পর থেকে দমকা ঝোড়ো হাওয়া বইছে। আলিপুর সহ একাধিক এলাকায় গাছ ভেঙে পড়ার খবর পাওয়া গিয়েছে। কলকাতা পুরসভার কন্ট্রোল রুমে তৈরি রয়েছেন আধিকারিকরা। মনে করা হচ্ছে, রাত ৩টের পরে কলকাতায় ‘রেমালের’ তাণ্ডব শুরু হতে পারে। যে কোনও পরিস্থিতি মোকাবিলায় তৈরি রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে।