সাগরদ্বীপ থেকে আর মাত্র ১৬০ কিলোমিটার দূরে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘রেমাল’! শক্তি বাড়িয়ে ক্রমশ স্থলভাগের দিকে এগিয়ে আসছে এই ঘূর্ণিঝড়। ক্যানিং থেকে ১৯০ কিলোমিটার দূরে রয়েছে ‘রেমাল’।
কলকাতা সহ গাঙ্গের উপকূলের সমস্ত জেলাতেই এদিন সন্ধ্যের পর থেকে প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফেরি-ট্রেনের পরে মেট্রোরেল পরিষেবাও বাতিল করা হচ্ছে বলে ঘোষণা করা হয়েছে। কলকাতা মেট্রোরেলের তরফে স্টেশনে স্টেশনে ইতিমধ্যেই সেই বার্তা দেওয়া হয়েছে সাধারণ যাত্রীদের উদ্দেশে।