Sambad Samakal

Mamata: কোমর বেঁধে ঝগড়া করতে হবে! যাদবপুরে সায়নীকে কী পরামর্শ মমতার?

May 26, 2024 @ 7:19 pm
Mamata: কোমর বেঁধে ঝগড়া করতে হবে! যাদবপুরে সায়নীকে কী পরামর্শ মমতার?

কোমর বেঁধে ঝগড়া করতে হবে! যাদবপুরে প্রচারে এসে ভরা জনসভা থেকে ঘাসফুল প্রার্থী সায়নী ঘোষকে এমনই পরামর্শ দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন বাঘাযতীনের বারোভূতের মাঠে জনসভ করেন মমতা। মঞ্চ থেকে সায়নীকে উদ্দেশ্য করে বলেন, “এখানে নরম কাউকে দিয়ে হবে না। শক্ত কাউকে দরকার। কোমর বেঁধে ঝগড়া করতে পারে, এমন কাউকে দরকার। মানুষের জন্য ঝগড়া করতে হবে। মানুষের অধিকার আদায় করে নিতে হবে।”

এবার কেন মিমি চক্রবর্তীর বদলে সায়নীকে প্রার্থী করা হল? এদিনের জনসভা থেকে সেই বিষয়টিও খোলসা করেন মমতা। তিনি বলেন, “মিমি খুব ভালো মেয়ে। কিন্তু ও কাজ নিয়ে খুব ব্যস্ত। কাউকে’তো আমি তার পেশা ছেড়ে কাজ করতে বলতে পারিনা। তাও আমি বলেছিলাম, যদি ও অন্য কোনও আসন থেকে দাঁড়াতে চায়।”

Related Articles