ঘূর্ণিঝড় ‘রেমালের’ দাপটে বাংলায় মৃতের সংখ্যা বেড়ে হল ২। জানা যাচ্ছে, সোমবার সকালে দক্ষিণ চব্বিশ পরগনার মৌসুনী আইল্যান্ডে গাছ ভেঙে পড়ে এক জন মহিলার মৃত্যু হয়েছে। মৃতের নাম রেণুকা মণ্ডল।
অন্যদিকে, রবিবার রাতে কলকাতায় বাড়ির ভেঙে পড়া চাঙড়ের আঘাতে শেখ সাজিদ নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।