ঝড়ে ছিঁড়ে যাওয়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল বাবা ও ছেলের! সোমবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারির কলানবগ্রাম এলাকায়।
জানা যাচ্ছে, গতরাতে ঝড়ের দাপটে রাস্তার ওপরে একটি কলাগাছ ভেঙে পড়ে। যার গায়ে জড়িয়ে ছিল ছিঁড়ে পড়া বৈদ্যুতিন তার। কলাগাছ কাটতে গিয়ে প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হন পড়ে সিংহ নামের এক ব্যক্তি। তাঁকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট নন ছেলে তরুণ সিংহ। দু’জনকেই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।