প্রবল বৃষ্টিতে জলমগ্ন কলকাতা মেডিক্যাল কলেজ! রবিবার মধ্য রাত থেকে একটানা বৃষ্টিতে জল জমে যায় কলেজ স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউর বিভিন্ন স্থানে। জল জমে যায় কলকাতা মেডিক্যাল কলেজ চত্বরেও। জল ঠেলেই যাতায়াত করতে দেখা যায় রোগী ও হাসপাতালের কর্মীদের।
একইভাবে মেডিক্যাল কলেজ চত্বরেই স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন হাসপাতালের ভেতরেও জল প্রবেশ করেছে। দ্রুত জমা জল বের করতে একাধিক পাম্প মেশিন লাগানো হয়েছ। যদিও এদিন সকাল থেকে একটানা বৃষ্টি হওয়ায়, জমা জল আদৌ কতক্ষণে বের করা সম্ভব হবে, তা নিশ্চিত নয়।