ঘূর্ণিঝড় ‘রেমালের’ জেরে নাগাড়ে বৃষ্টি চলছে কলকাতা ও শহরতলীর জেলাগুলোতে। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মূর্শিদাবাদে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার বিকেল পর্যন্ত লাগাতার বৃষ্টি হতে পারে, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার দাপট থাকবে।
মঙ্গলবার থেকে আবহাওয়া পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। তবে তীব্র অস্বস্তিকর গরমের হাত থেকে এই বৃষ্টির জেরে সাময়িক ভাবে হলেও মুক্তি পেয়ে খুশি আম বাঙালি। যদিও শহর কলকাতার একাধিক এলাকায় প্রবল বৃষ্টির জেরে জল জমে ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে।