Sambad Samakal

ECI: ভোটের মুখে ফের পুলিশ প্রশাসনে রদবদল! কোন কোন আধিকারিককে বদলি কমিশনের?

May 28, 2024 @ 3:48 pm
ECI: ভোটের মুখে ফের পুলিশ প্রশাসনে রদবদল! কোন কোন আধিকারিককে বদলি কমিশনের?

ভোটের মুখে ফের রাজ্যের পুলিশ-প্রশাসনে বড়সড় রদবদল! জানা যাচ্ছে, বসিরহাটের এসডিপিও আমিনুল ইসলাম খানকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। ভোটের সঙ্গে যুক্ত কোনও ডিউটিতে তিনি থাকতে পারবেন না।

অন্যদিকে, সুন্দরবন পুলিশ জেলার এসপি কোটেশ্বর রাওকেও বদলি করেছে কমিশন। রহড়া থানার আইসি দেবাশিস সরকারকেও তাঁর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পক্ষপাতিত্বের অভিযোগেই এই বদলি বলে দাবি কমিশন সূত্রে।

Related Articles