Sambad Samakal

Local Train: হাওড়ায় লাইনচ্যুত লোকাল! মেইন লাইনে ব্যাহত স্বাভাবিক পরিষেবা

May 28, 2024 @ 10:05 am
Local Train: হাওড়ায় লাইনচ্যুত লোকাল! মেইন লাইনে ব্যাহত স্বাভাবিক পরিষেবা

মঙ্গলবার সাতসকালে হাওড়ায় লাইনচ্যুত লোকাল ট্রেন! জানা যাচ্ছে, এদিন সকালে শেওড়াফুলি থেকে একটি খালি ট্রেন হাওড়ার দিকে আসছিল। লিলুয়ার কাছে লোকাল ট্রেনটির একটি কামরা লাইনচ্যুত হয়। সম্পূর্ণ বন্ধ হয়ে যায় হাওড়া মেইন লাইনের পরিষেবা।

দ্রুত খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলকর্মীরা। যুদ্ধকালীন তৎপরতায় রেকটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। বর্তমানে রেল পরিষেবা শুরু হলেও, বেশ কিছুটা দেরিতে চলছে হাওড়া মেইন লাইনের লোকাল ট্রেন।

Related Articles