কেটেছে ঘূর্ণিঝড় ‘রেমালের’ প্রভাব। তবে মঙ্গলবারও আংশিক মেঘলা শহর কলকাতার আকাশ। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে সামান্য দু-এক পশলা বৃষ্টিপাত হতে পারে। তাপমাত্রার পারদ এক ধাক্কায় বেশ কয়েক ডিগ্রি নেমে যাবে। ফলে খানিকটা হলেও মনোরম থাকবে আবহাওয়া। যদিও বাতাসে অতিরিক্ত আপেক্ষিক আর্দ্রতা থাকায় অস্বস্তিকর গরমের অনুভূতি বজায় থাকবে।
মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.০ ডিগ্রি কম। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯৮ শতাংশ।