সপ্তম দফায় ভোট অশান্তি রুখতে তৎপর নির্বাচন কমিশন। কলকাতা ও দুই চব্বিশ পরগনার মোট ৯টি আসনে ভোটগ্রহণ হবে শনিবার৷ কমিশন সূত্রে খবর, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য মোট ৯৬৭ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে। অর্থাৎ প্রায় ৭৭ হাজার আধা সেনা জওয়ানকে মাঠে নামানো হচ্ছে।
এরমধ্যে শুধুমাত্র কলকাতা পুলিশের নিয়ন্ত্রণাধীন এলাকায় মোতায়েন করা হচ্ছে, ২৪৬ কোম্পানি আধাসামরিক জওয়ান। সঙ্গেই থাকছে ১১ হাজার কলকাতা পুলিশের বাহিনী ও ৫৯৯টি কুইক রেসপন্স টিম। পাশাপাশি ৯টি লোকসভা কেন্দ্রের রাস্তায় টহল দেবে মোট ১ হাজার ৯৫০টি কুইক রেসপন্স টিম।