নামের আগে ‘প্রাক্তন’ লেখা অভ্যেস করার সময় এসে গেছে! ভোটের প্রায় শেষ লগ্নে এসে বুধবার বিজেপি নেতাদের এমনই পরামর্শ দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে তৃণমূলের একটি প্রচার ভিডিও পোস্ট করে মমতা লিখেছেন, “বাংলা সবসময় গঠনমূলক পদক্ষেপে বিশ্বাসী। স্ক্রুটিনিতে ভীত ও টেলিপ্রম্পটারে বিশ্বাসীদের বাংলার মানুষ বিশ্বাস করে না। বিজেপি নেতাদের নিজেদের নামের আগে প্রাক্তন লেখা অভ্যেস করার সময় হয়ে গেছে। বাংলাবিরোধীদের বিসর্জন শুধু সময়ের অপেক্ষা।”
প্রসঙ্গত, শেষ দফা ভোটের আগে আর একদিন প্রচার বাকি। কলকাতা ও সংলগ্ন দক্ষিণ চব্বিশ পরগনায় কার্যত প্রচারের ঝড় তুলেছেন মমতা। এই পরিস্থিতিতে বিজেপি নেতাদের উদ্দেশে তাঁর এই পরামর্শ, রাজনৈতিক ভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।