মুসলিমের ওবিসি সংরক্ষণ বেআইনি! বুধবার মথুরাপুরের জনসভা থেকে তৃণমূল সরকারকে তোপ দেগে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এদিন তিনি বলেন, “দেশের সংবিধানের ওপর হামলা করছে তৃণমূল কংগ্রেস। তোষণের রাজনীতি করতেই মুসলিমদের বেআইনি ভাবে ওবিসি সংরক্ষণের আওতায় আনা হয়েছে। পিছিয়ে পড়া সমাজকে সংবিধান যে সংরক্ষণের অধিকার দিয়েছে, তৃণমূল তা লুঠ করছে।”
যদিও মোদির এই দাবির পাল্টা দিয়েছে তৃণমূল কংগ্রেসও। তদের দাবি, দেশের সংবিধানই যারা পাল্টে দিতে চাইছে, তাদের মুখে এসব কথা মানায় না।