Sambad Samakal

Abhishek: ভোট প্রচারের শেষলগ্নে সেলিম-শুভেন্দু-অধীরকে আক্রমণ করে কী দাবি অভিষেকের?

May 30, 2024 @ 4:32 pm
Abhishek: ভোট প্রচারের শেষলগ্নে সেলিম-শুভেন্দু-অধীরকে আক্রমণ করে কী দাবি অভিষেকের?

ভোট প্রচারের শেষলগ্নে বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে একযোগে বিরোধী সেলিম-শুভেন্দু-অধীরকে আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিন তিনি বলেন, “মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী কেন দাঁড়ালেন না আমার বিরুদ্ধে? দিলীপ, শুভেন্দু, সুকান্ত, অধীররা কেন ডায়মন্ড হারবারে দাঁড়ালেন না? কারণ এঁরা জানে ডায়মন্ড হারবার তৃণমূলের শক্ত ঘাঁটি। আজ শেষ প্রচারের দিনের রোড-শো বিজয় উৎসবের পরিণত করেছে মানুষ। চার লক্ষেরও বেশি ভোটে এবার ডায়মন্ড হারবার থেকে তৃণমূল জিতবে।”

Related Articles