Sambad Samakal

CID: বাংলাদেশি সাংসদ খুন কাণ্ডে ‘সিট’ গঠন সিআইডির, রহস্যের কিনারা কীভাবে?

May 31, 2024 @ 12:59 pm
CID: বাংলাদেশি সাংসদ খুন কাণ্ডে ‘সিট’ গঠন সিআইডির, রহস্যের কিনারা কীভাবে?

বাংলাদেশি সাংসদ আনওয়ারুল আজিমের রহস্য মৃত্যু কাণ্ডে নতুন করে ‘সিট’ বা বিশেষ তদন্তকারী দল গঠন করল রাজ্য সিআইডি। জানা যাচ্ছে, বাংলাদেশ পুলিশ ও গোয়েন্দা বিভাগের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে এই তদন্তকারী দল।

ইতিমধ্যেই মৃত সাংসদের দেহাংশ উদ্ধার হয়েছে নিউটাউনের অভিজাত আবাসনের সেফটিক ট্যাঙ্ক থেকে। জানা যাচ্ছে, ডিএনএ টেস্টের মাধ্যমে সেই দেহাংশ পরীক্ষা করা হবে। মৃত সাংসদের মেয়ে কলকাতায় চলেও এসেছেন।

Related Articles