কলেজে স্নাতক স্তরের ভর্তিতে এবার চালু হচ্ছে কেন্দ্রীয় অনলাইন ব্যবস্থা! জানা যাচ্ছে, নির্বাচন শেষ হলেই এই বিষয়ে বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করতে পারে রাজ্যের উচ্চ শিক্ষা দফতর।
সূত্রের খবর, চলতি বছর থেকে রাজ্যের সমস্ত কলেজে কেন্দ্রীয় ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া চালু করা হবে। কলেজের হাতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা ছাড়া, মেধাতালিকা তৈরির কোনও ক্ষমতা থাকবে না। ইতিমধ্যেই এই বিষয়ে নবান্নের সম্মতি মিলেছে বলে খবর৷ ২২ জুন থেকে কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হতে পারে।