আগামীকাল, শনিবার শেষ দফার ভোট কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায়। আর তারআগেই দমদম দাওয়াইয়ের হুঁশিয়ারি দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মদন বলেন, “আমি দমদম দাওয়াইয়ের কথা বলছি। ধোলাইয়ের কথা বলছি না, সেটা অসংসদীয় হয়ে যায়। তৃণমূল কর্মীরা জানপ, কাকে, কোথায় কী দাওয়াই দিতে হবে। কোথায়, কী মিক্সচার কাজে লাগবে।”
প্রসঙ্গত, আগামীকাল ভোট রয়েছে দমদম লোকসভায়। যেখানে তৃণমূলের হয়ে লড়ছেন বিদায়ী সাংসদ সৌগত রায়, সিপিএমের সুজন চক্রবর্তী ও বিজেপির শীলভদ্র দত্ত। এখন দেখার মদনের এই হুঁশিয়ারির কোনও প্রভাব ভোটের দিন পড়ে কি না।