দেশে লোকসভা ভোটের মধ্যেই বিদেশ থেকে বিপুল পরিমাণে সোনা ফেরানো হচ্ছে ভারতে। জানা যাচ্ছে, ইংল্যান্ডের ‘সেফ ভল্ট’ থেকে ১ লক্ষ কেজি সোনা ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। আসলে দেশের ওই সোনা বিদেশের সিন্দুকে রাখা ছিল এতদিন। এখন দেশেই সেই সোনা রাখার জন্য পর্যাপ্ত নিরাপদ স্থান তৈরি করেছে আরবিআই।
ইতিমধ্যেই ইংল্যান্ড থেকে প্রায় ১০০ টন সোনা ফেরানো হয়েছে দেশে। অত্যন্ত গোপনীয় ভাবে এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক সূত্রে খবর, ভারতের মোট গচ্ছিত সোনার পরিমাণ ৮২২ টন। গত অর্থবর্ষে যা ছিল ৭৯৪ টন। ফলে ভারতের হাতে গচ্ছিত সোনার পরিমাণ অনেকটাই বেড়েছে।