Sambad Samakal

Siliguri: পানীয় জল সঙ্কটে জেরবার শিলিগুড়ি! ক্ষুব্ধ আম জনতা! কী আশ্বাস মেয়রের?

May 31, 2024 @ 2:43 pm
Siliguri: পানীয় জল সঙ্কটে জেরবার শিলিগুড়ি! ক্ষুব্ধ আম জনতা! কী আশ্বাস মেয়রের?

পানীয় জলের তীব্র সঙ্কটে জেরবার শিলিগুড়ির আম জনতা! জানা যাচ্ছে, মহানন্দা নদীর জল দূষিত হয়ে পড়ার কারণে ২ জুন পর্যন্ত সেই জল পান করার ওপরে নিষেধাজ্ঞা জারি করেছে শিলিগুড়ি পুরসভা। আর এর জেরেই পানীয় জল কিনে খেতে হচ্ছে নাগরিকদের।

শিলিগুড়ির মেয়র গৌতম দেবের দাবি, দু’দিনের মধ্যে এই জল সঙ্কটের সমাধান হয়ে যাবে। আপাতত পুরসভা ট্যাঙ্কারের মাধ্যমে বিভিন্ন এলাকায় পানীয় জল সরবরাহ করবে। বাসিন্দাদের অভিযোগ, এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসৎ ব্যবসায়ী চড়া দামে পানীয় জল বিক্রি করছে। যদিও এই ধরনের অভিযান অস্বীকার করেছে শিলিগুড়ি পুরসভা।

Related Articles