নবম দফার ভোটের দিন সকাল থেকেই উত্তপ্ত ভাঙড়! জানা যাচ্ছে, এদিন সকালে ভাঙড়ে আইএসএফ প্রার্থী নুর আলম খানের ওপরে চড়াও হন তৃণমূলের কর্মী-সমর্থকরা। এমনকী প্রার্থীর গাড়িও ভাঙচুর করা হয়।
এছাড়াও সিতুলিয়া, নলমুড়ি সহ একাধিক এলাকায় দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে আইএসএফ ও তৃণমূল কর্মী সমর্থকরা। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে বোমা পড়ে থাকতেও দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যত হিমশিম খাচ্ছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।