ভোটের সকালে তৃণমূলের বিক্ষোভের মুখে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় ও বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী।
এদিন সকালে কাশীপুর ও বেলেঘাটা এলাকায় বুথের সামনে পৌঁছতেই বিজেপি প্রার্থী তাপস রায়কে ঘিরে স্লোগান দিতে শুরু করেন তৃণমূল কর্মীরা। অন্যদিকে, বেলগাছিয়ায় নিজের বুথে ভোট দিতে যাওয়ার সময়ে মিঠুন চক্রবর্তীকে ঘিরে ধরে ‘চোর চোর’ স্লোগান ওঠে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মিঠুন জানান, আর রাজনীতি নয়, এবার ফের সিনেমা জগতেই ফিরতে চলেছেন তিনি।