শনিবার সকাল ৭টা থেকে শুরু হয়ে গেল নবম তথা শেষ দফার ভোটগ্রহণ পর্ব। কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মিলিয়ে মোট ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।
এদিন সকাল থেকেই দক্ষিণ কলকাতা সহ বিভিন্ন লোকসভায় বুথের বাইরে ভোটারদের লম্বা লাইন চোখে পড়ছে। দক্ষিণ কলকাতার ৯৩ নম্বর ওয়ার্ডের একে ঘোষ প্রাইমারি স্কুলে সামনে ভোট দেওয়ার জন্য মহিলাদের লম্বা লাইন ছিল চোখে পড়ার মতো।