Sambad Samakal

Abhishek: ভ্রান্ত এক্সিট পোলের ইঙ্গিত! কর্মীদের মনোবল বাড়াতে কী বার্তা অভিষেকের?

Jun 2, 2024 @ 8:01 pm
Abhishek: ভ্রান্ত এক্সিট পোলের ইঙ্গিত! কর্মীদের মনোবল বাড়াতে কী বার্তা অভিষেকের?

শেষ দফা নির্বাচনের পরে বুথ ফেরত সমীক্ষা প্রকাশ্যে আসতেই কার্যত হইচই পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। অধিকাংশ এক্সিট পোলেই বাংলায় তৃণমূলের থেকে বিজেপিকে অনেকটাউ এগিয়ে রাখা হয়েছে। যদিও এই এক্সিট পোলের সংখ্যা যে সম্পূর্ণ ভ্রান্ত তা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সহ দলের শীর্ষ নেতৃত্ব। এবার কর্মীদের মনোবল বাড়াতে মাঠে নামলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

জানা যাচ্ছে, রবিবার বিকেলে দলের সমস্ত জেলা সভাপতি ও নেতৃত্বের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন অভিষেক। সূত্রের খবর, সেই বৈঠকে অভিষেক জানান, বিভিন্ন সংবাদমাধ্যমের প্রচারিত এক্সিট পোলে ইচ্ছাকৃতভাবে তৃণমূল কংগ্রেসের কম আসন দেখানো হয়েছে। যাতে গণনার আগেই কর্মীদের মনোবল ভেঙে দেওয়া যায়।

দলের জেলা নেতৃত্বকে কাছে অভিষেক বার্তা দেন, শেষপর্যন্ত লড়াই করতে হবে। গণনার সময়ে তৃণমূল কর্মীদের সঠিকভাবে নজর রেখে কাজ করতে হবে। মানুষ তৃণমূলের পক্ষেই রায় দিয়েছে। প্রসঙ্গত, কাউন্টিং এজেন্ট হিসেবে নতুন করে কর্মীদের চিহ্নিত করা হচ্ছে অভিষেকের নেতৃত্বে। কারণ দিন কয়েক আগেই নির্বাচন কমিশনের জারি করা নির্দেশে জানানো হয়েছে, সরকারি কর্মী বা সরকারি ভাতা প্রাপ্ত কোনও ব্যাক্তি কাউন্টিং এজেন্ট হতে পারবে না। জেলা নেতৃত্বের কাছে এই বিষয়টিও বিশেষ ভাবে নজরে রাখার নির্দেশ দিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

Related Articles