লোকসভার ভোট মিটতেই রবিবার জেলে ফিরলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। এদিন রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থল, কনট প্লেসের হনুমান মন্দির ও মা-বাবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে তিহাড় জেলের ২ নম্বর সেলে ফিরলেন কেজরিওয়াল।
প্রসঙ্গত, আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন দিল্লির মুখ্যমন্ত্রী। এরপর ভোট আবহে সুপ্রিমকোর্টের তরফে তাঁর জামিন মঞ্জুর করা হয়। যদিও জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদনে সাড়া দেয়নি সুপ্রিমকোর্ট। ফের জেল যাত্রার আগে কেজরিওয়াল দাবি করেন, এবার আর ক্ষমতায় আসছে না মোদি সরকার।