ফের ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ নদিয়া জেলায়! ভোট মিটে যাওয়ার পরেও নদিয়ার কালিগঞ্জের দেবগ্রামে খুন হলেন এক বিজেপি কর্মী। অভিযোগের তীর রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে।
জানা যাচ্ছে,মৃত যুবকের নাম হাফিজুল শেখ। চাঁদপুর গ্রামের বাসিন্দা ওই যুবক শনিবার রাতে জামতলা বাসস্ট্যান্ডের কাছে একটি চায়ের দোকানে বসে ছিলেন। সেই সময়েই মোটরবাইকে চড়ে কয়েক জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতি তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় হাফিজুলের। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরাই এই হামলা চালিয়েছে।