Sambad Samakal

INDIA: ‘মোদি পোল’! কত আসন পাচ্ছে ইন্ডিয়া জোট, কী দাবি রাহুলের?

Jun 2, 2024 @ 3:50 pm
INDIA: ‘মোদি পোল’! কত আসন পাচ্ছে ইন্ডিয়া জোট, কী দাবি রাহুলের?

শেষ দফার ভোটের পরে বিভিন্ন সংবাদমাধ্যম প্রকাশিত বুথ ফেরত সমীক্ষা বা ‘এক্সিট পোল’ নিয়ে চর্চা চলছে এই মুহূর্তে। বিরোধীরা এক্সিট পোলের সংখ্যাকে মান্যতা দিতে রাজি নয় কোনও ভাবেই। আর রবিবার এই সমীক্ষাকেই ‘মোদি পোল’ বলে তীব্র কটাক্ষ ছুঁড়ে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

বুথ ফেরত সমীক্ষা নিয়ে রাহুলকে সংবাদমাধ্যমের তরফে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এটা এক্সিট পোল নয়, মোদি পোল। মোদি মিডিয়ায় পোল, কল্পনার পোল।”

তাহলে কত আসন পাবে ইন্ডিয়া জোট? রাহুল জানান, “সিধু মুসেওয়ালার একটা গান আছে ২৯৫। আমাদের খাতায় ২৯৫ আসন আসছে।”

Related Articles