Sambad Samakal

Sandeshkhali: ভোট মিটতেই সন্দেশখালির একাংশে জারি ১৪৪ ধারা! কী পরিস্থিতি এই মুহূর্তে?

Jun 2, 2024 @ 11:54 am
Sandeshkhali: ভোট মিটতেই সন্দেশখালির একাংশে জারি ১৪৪ ধারা! কী পরিস্থিতি এই মুহূর্তে?

ভোট মিটতেই ফের সন্দেশখালির একাংশে জারি ১৪৪ ধারা! জানা যাচ্ছে, ন্যাজাটের ৪টি গ্রাম পঞ্চায়েতের মোট ১৭টি স্থানে ১৪৪ ধারা জারি করা হয়েছে প্রশাসনের তরফে।

পুলিশের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত এই ১৪৪ ধারা জারি থাকবে। সরবেড়িয়া, আগারহাটি, হাটগাছির মত এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে টহল দিচ্ছে পুলিশ। থমথমে রয়েছে গোটা এলাকা। বড় কোনও ধরনের অশান্তি এড়াতেই এই সিদ্ধান্ত বলে প্রশাসন সূত্রে খবর।

Related Articles