Sambad Samakal

TMC: বুথ ফেরত সমীক্ষার নামে অবাস্তব তথ্য! বাংলায় কত আসন বাড়ছে তৃণমূলের?

Jun 2, 2024 @ 3:28 pm
TMC: বুথ ফেরত সমীক্ষার নামে অবাস্তব তথ্য! বাংলায় কত আসন বাড়ছে তৃণমূলের?

শনিবার সপ্তম তথা শেষ দফার ভোটদান পর্ব মিটতেই প্রকাশ্যে এসেছে একাধিক বুথ ফেরত সমীক্ষার ফলাফল। বিভিন্ন সংবাদমাধ্যমের তরফে প্রকাশিত অধিকাংশ তথ্যে, রাজ্যে শাসকদল তৃণমূল কংগ্রেসকে পিছিয়ে রাখা হয়েছে বিজেপির থেকে। যদিও বুথ ফেরত সমীক্ষার এই ফলাফল মানতে নারাজ ঘাসফুল শিবির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, বিধায়ক দেবাশিস কুমাররা সকলেই বলছেন, এবারের লোকসভা ভোটে বাংলায় উনিশের চেয়ে বেশি আসন পাবে তৃণমূল। শনিবার দক্ষিণ কলকাতার সাউথ সিটিতে নিজের ভোট দিয়ে টলিউড সুপারস্টার, ঘাটালের তৃণমূল প্রার্থী দেবও একই দাবি করেছেন। আর সেই পথে হেঁটেই রবিবার সকালে বিভিন্ন সংবাদ মাধ্যমের বুথ ফেরত সমীক্ষাকে “পরিকল্পিত অবাস্তব তথ্য ছড়ানোর চেষ্টা” বলে কটাক্ষ কবলেন প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ। তাঁর দাবি, রাজ্যে এবার ৩০ এর বেশি আসনে জয় পেতে চলেছে তৃণমূল। ঘাসফুল শিবিরের বিভিন্ন জেলা সভাপতিদের দেওয়া তথ্যও বলছে, এবার রাজ্যে ৩০ এর আশেপাশেই থাকবে তৃণমূলের আসন সংখ্যা।


এগজিট পোলে ভুল তথ্য দেওয়া হয়েছে বলে দাবি করে মুখ্যমন্ত্রী বলেছেন, “২০১৬, ২০১৯ ও ২০২১ সালের এগজিট পোল দেখেছি। কোনোটাই মেলাতে পারিনি, কারণ এগুলো সব বিজেপির তৈরি। মিডিয়াকে খাইয়ে দেওয়া হয়েছে। দু’মাস আগেই এই এগজিট পোলগুলি তৈরি হয়ে গিয়েছিল।” রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কুণাল লিখেছেন, “বুথ ফেরত সমীক্ষার তথাকথিত রিপোর্টে বাস্তব প্রতিফলিত হয়নি। কিছু ক্ষেত্রে পরিকল্পিত অবাস্তব তথ্য ছড়ানো হয়েছে। বাংলায় তৃণমূল ৩০-এর বেশি আসন পেতে চলেছে। সৈনিকরা বিভ্রান্ত হবেন না। মানুষ তৃণমূলকেই ভোট দিয়েছেন।”
তবে ৩০ না ছুঁলেও সংখ্যাটা অন্তত ২৪-২৫ এর কম হবে না বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। বুথ ফেরত সমীক্ষার গ্রহণযোগ্যতা নিয়ে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসের পাশাপাশি তাই প্রশ্ন তুলতে শুরু করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরাও।


বুথ ফেরত সমীক্ষায় রিপাবলিক বাংলার দাবি, তৃণমূল ২০টি ও বিজেপি ২২টি আসন পাচ্ছে। সি ভোটার এর দাবি, বিজেপি পেতে চলেছে ২৩ থেকে ২৭টি আসন। আর তৃণমূল পেতে চলেছে ১৩ থেকে ১৭টি আসন। জন কি বাতে বিজেপিকে দেওয়া হয়েছে ২১ থেকে ২৬ আসন, তৃণমূলকে দেওয়া হয়েছে ১৬ থেকে ১৮ আসন। যদিও উল্টো পথে হেঁটে টিভি নাইন বাংলার সমীক্ষা রিপোর্টে বাংলায় তৃণমূল ২৪টি ও বিজেপি ১৭টি আসন পেতে চলেছে বলে দাবি করা হয়েছে। নিউজ নেশনও বলছে, তৃণমূল ২২টি ও বিজেপি ১৯টি আসন পাচ্ছে।


শনিবার রাতে বুথ ফেরত সমীক্ষায় বিজেপির বাড়বাড়ন্তের তথ্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ দাবি করছেন, নির্বাচনের সময় ঘুরপথে সর্বভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম বিজ্ঞাপণের নামে বিপুল পরিমাণ অর্থ পেয়েছে গেরুয়া শিবির থেকে। আর সেকারণেই প্রকৃত জনমতের প্রতিফলন হয়তো কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে।

Related Articles