শেষ দফার ভোট সমাপ্ত হতেই বুথ ফেরত সমীক্ষা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। কোন দল কতগুলো আসন পেতে চলেছে, তা নিয়ে জল্পনা-কল্পনা তুঙ্গে। এই পরিস্থিতিতে রবিবার নিজের সমীক্ষার রিপোর্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলেন তৃণমূলের তরুণ মুখ তথা তমলুকের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য।
তাঁর দাবি, “এবারের ভোটে তৃণমূল ২৫ থেকে ২৭টি আসন, বিজেপি ১৪ থেকে ১৬টি আসন, বাম-কংগ্রেস জোট একটি আসন পেতে চলেছে। তৃণমূলের প্রাপ্ত ভোটের হার হতে পারে ৪৪ থেকে ৪৬ শতাংশ, বিজেপির ৪০ থেকে ৪২ শতাংশ, বাম-কংগ্রেসের ০৯ থেকে ১১ শতাংশ ও অন্যান্যরা ০৩ থেকে ০৫ শতাংশ ভোট পেতে পারে।”
যদিও দেবাংশু দাবি করেছেন, এই সংখ্যা একান্তই তাঁর ব্যক্তিগত অভিমত। একসঙ্গে তৃণমূল কংগ্রেস দলের হিসেবের কোনও সম্পর্ক নেই।