Sambad Samakal

TMC: অমিত শাহ চুপ কেন? বাহিনীর লাগাতার নারী নিগ্রহে প্রশ্ন তৃণমূলের

Jun 3, 2024 @ 3:03 pm
TMC: অমিত শাহ চুপ কেন? বাহিনীর লাগাতার নারী নিগ্রহে প্রশ্ন তৃণমূলের

উলুবেড়িয়া, জাঙ্গিপাড়া, ঘাটালের পর এবার কলকাতা। ফের কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে বাড়ির ভিতর ঢুকে মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদেই সোমবার এক্স মাধ্যমে ক্ষোভ উগরে দিল তৃণমূল কংগ্রেস। সমাজ মাধ্যমের ওই পোস্টে তৃণমূল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর “নীরবতা” নিয়েও প্রশ্ন তুলেছে। ঘাসফুল শিবিরের প্রশ্ন, বাংলায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের হাতে একের পর এক নারীর সম্মানহানির অভিযোগ সামনে আসার পরও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চুপ কেন? এই সূত্রেই তৃণমূলের অভিযোগ, দিল্লির “বস”দের মদতেই বাংলার মা-বোনদের সম্মান নিয়ে খেলার সাহস পাচ্ছে বাহিনী।

Related Articles