মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে লোকসভা ভোটের গণনা। এই মুহূর্তে জানা যাচ্ছে, বাংলার ৪২টি আসনের মধ্যে, মালদা দক্ষিণ, বহরমপুর সহ তিনটি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস।
অন্যদিকে, ব্যারাকপুর, শ্রীরামপুর, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর, বর্ধমান পূর্ব সহ ১৯টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, ১৮টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। একমাত্র বহরমপুরে বামেরা কিছুটা লড়াইয়ে রয়েছে বলে জানা যাচ্ছে।