‘নন্দীগ্রাম মডেলে’ কাঁথি-তমলুকের গণনায় কারচুপি করে হারানো হয়েছে তৃণমূল প্রার্থীদের! বাংলায় ‘সবুজ ঝড়ে’র জন্য রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়ে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, “নন্দীগ্রাম মডেলে তমলুকে আমাদের হারানো হয়েছে। কাঁথিতে জিতে যাওয়ার পরেও আমাদের সার্টিফিকেট দেওয়া হয়নি। আমরা এই দু’টো আসনে পুর্নগণনার দাবি জানাবো কমিশনের কাছে।”