বিজেপিকে ‘রিজেক্ট’ করেছে গোটা দেশ! বাংলায় এসে বিজেপি নেতারা যত ভবিষ্যতবাণী করেছেন, তত আসন বেড়েছে তৃণমূলের! বুধবার দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে উড়ে যাওয়ার আগে এমনটাই দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, “গোটা দেশ বিজেপিকে রিজেক্ট করেছে। যে রামমন্দির নিয়ে বিজেপি এত প্রচার করেছিল, সেই স্থানেই বিজেপি হেরেছে। একুশের আগে বাংলায় এসে বিজেপি নেতারা ২০০ পারের স্লোগান দিয়েছিলেন, তৃণমূল ২০০ পার করেছে। এবার ৩০ পারের কথা বলেছিলেন, তৃণমূল ২৯টা আসন পেয়েছে। আমি বিজেপি নেতাদের ধন্যবাদ জানাই। তাঁরা বাংলায় এসে এই ধরনের ভবিষ্যতবাণী করতে থাকুক, আর তৃণমূল জিততে থাকুক। কেউ কিংমেকার নন, কিংমেকার আসলে জনগণ।”