Sambad Samakal

BJP: সুজাতাকে দরাজ সার্টিফিকেট! কাঠগড়ায় রাজ্য নেতৃত্ব! বিস্ফোরক সৌমিত্র

Jun 5, 2024 @ 1:43 pm
BJP: সুজাতাকে দরাজ সার্টিফিকেট! কাঠগড়ায় রাজ্য নেতৃত্ব! বিস্ফোরক সৌমিত্র

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে বাঁকুড়ার বিষ্ণুপুর আসন থেকে জয় ছিনিয়ে নিয়েছেন বিজেপির সৌমিত্র খান। আর জয়ের পরেই তৃণমূল প্রার্থী সুজাতার ভূয়সী প্রশংসা করে নিজের দলের রাজ্য নেতৃত্বেই কাঠগড়ায় তুললেন তিনি। এমনকী তৃণমূলের সঙ্গে ‘সেটিং’-এর বিস্ফোরক অভিযোগও তুললেন সৌমিত্র।

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সৌমিত্র বলেন, “সুজাতা এখানে দারুণ লড়াই করেছে। অঞ্চল, জেলা ও রাজয় নেতৃত্বের একাংশের সঙ্গে তৃণমূলের একাংশের সেটিং হয়ে গিয়েছিল। তাই অনেকগুলো সিটে আমরা হেরেছি। সংঘ পরিবার না থাকলে এই ১২টা আসনও আমাদের জুটত না। আমাদের নেতারা প্রচার করেছেন, কিন্তু গণনায় গুরুত্ব দেননি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিস্টেম বুঝতে পারেননি। অভিষেক ভালো করেছেন বলেি তৃণমূল ভালো ফল করেছে। দিলীপ’দার আসন পরিবর্তন করা ঠিক হয়নি। উনি মেদিনীপুর থেকে লড়লে, আমি নিশ্চিত উনি জিততেন। শুভেন্দু অধিকারীর টিম কাজ করেছে, চেষ্টা করেছে কিন্তু সফল হয়নি।”

Related Articles