Sambad Samakal

Dilip Ghosh: চক্রান্ত-কাঠিবাজিতেই হার! নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে বিস্ফোরক দিলীপ ঘোষ

Jun 5, 2024 @ 3:55 pm
Dilip Ghosh: চক্রান্ত-কাঠিবাজিতেই হার! নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে বিস্ফোরক দিলীপ ঘোষ

লোকসভা ভোটে বর্ধমান-দুর্গাপুর আসনে লড়ে লক্ষাধিক ভোটে তৃণমূলের কাছে হেরে গিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ও মেদিনীপুরের বিদায়ী সাংসদ দিলীপ ঘোষ। আর এই হারের কারণ হিসেবে চক্রান্ত-কাঠিবাজির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তিনি!

বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ বলেন, “বিভিন্ন ক্ষেত্রে চক্রান্ত ছিল, কাঠিবাজি ছিল। এখন রাজনীতিতে সকলেই কাঠি নিয়ে ঘোরে। দলের অনেক কর্মীরাও ঠিকভাবে নির্বাচনে নামেননি। দল আমাকে যেখানে লড়তে বলেছিল, লড়েছি। পরিশ্রম করেছি কিন্তু সাফল্য আসেনি। ২০২১ সালের পর থেকে দল একই যায়গায় দাঁড়িয়ে আছে। ভোট বাড়েনি। এটা নিয়ে ভাবা দরকার। দিলীপ ঘোষের কাজে এক শতাংশও ফাঁকিবাজি ছিল না। হারা আসনে লড়াই করেছি।”

Related Articles