শক্তিশালী বিরোধী পক্ষ হিসেবে অবস্থান, নাকি জোট সরকার গঠন? কী করবে ইন্ডিয়া জোট? এই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়েই আজ অর্থাৎ বুধবার বৈঠকে বসতে চলেছে ইন্ডিয়া জোট। জানা যাচ্ছে, সন্ধ্যে ৬টায় দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতে বৈঠক হবে।
প্রসঙ্গত, এই মুহূর্তে একক ভাবে সংখ্যাগড়িষ্ঠতা পায়নি বিজেপি। ফলে শরিক দলগুলোর ওপরে নির্ভর করতে হচ্ছে তাদের। মূলত নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডুর সমর্থন ছাড়া সরকার গঠন অসম্ভব। এই পরিস্থিতিতে গতকালই ইন্ডিয়ায় নতুন শরিক আসার ইঙ্গিত দিয়েছিলেন রাহুল গান্ধী। তাহলে কি নীতিশ ও চন্দ্রবাবুর সঙ্গে যোগাযোগ শুরু করেছে ইন্ডিয়া জোটও!
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, এই মুহূর্তে ইন্ডিয়ার সামনে মূলত দু’টি রাস্তা রয়েছে। হয় তাঁরা, সংসদে শক্তিশালী বিজেপি বিরোধী শক্তি হিসেবে ভূমিকা পালন করবে। নাহলে, আরও জোটসঙ্গী জোগাড় করে বিকল্প সরকার গঠনের চেষ্টা করবে। এখন দেখার বুধবারের বৈঠকে এই বিষয়ে ঠিক কী সিদ্ধান্ত নেওয়া হয়।