চব্বিশের লোকসভা ভোটে সবুজ ঝড়ে পদ্ম-বাগান তছনছ করে বাংলায় ২৯টি আসনে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। আর সেই নবনির্বাচিত সাংসদদের নিয়ে রণকৌশল চূড়ান্ত করতে বৈঠকে বসতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
জানা যাচ্ছে, আগামী শনিবার দলের ২৯ সাংসদদের কালীঘাটের কার্যালয়ে ডাকা হয়েছে। সংসদের ভেতরে দলীয় অবস্থান কী হবে, কীভাবেই বা কাজ করবেন প্রথম বারের জন্য নির্বাচিত সাংসদদরা? এই সব বিষয়েই আলোচনা হতে পারে বৈঠকে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে।