এবার ৪০০ পারের স্লোগান দিয়ে ২৪০-এ আটকে গিয়েছে বিজেপি। একক সংখ্যাগড়িষ্ঠতা না পাওয়ায় এই মুহূর্তে জাতীয় রাজনীতিতে এক্স ফ্যাক্টর হয়ে উঠল দুই ‘এন’। নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু এই মুহূর্তে সরকার গঠনের গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হয়ে উঠেছেন।
জানা যাচ্ছে, এনডিএ শিবিরের সঙ্গেই ইন্ডিয়া শিবিরও যোগাযোগ করেছে নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডুর সঙ্গে। এখন দেখার শেষপর্যন্ত এই দুই ‘এন’ কোন পক্ষে থাকেন।