Sambad Samakal

Nitish Kumar: তেজস্বীর সঙ্গে একই বিমানে ‘পল্টুরাম’ নীতিশ কুমার! কোন পক্ষে থাকবেন?

Jun 5, 2024 @ 11:50 am
Nitish Kumar: তেজস্বীর সঙ্গে একই বিমানে ‘পল্টুরাম’ নীতিশ কুমার! কোন পক্ষে থাকবেন?

তেজস্বীর সঙ্গে পাটনা থেকে একই বিমানে দিল্লি পৌঁছলেন ‘পল্টুরাম’ নীতিশ কুমার! জানা যাচ্ছে, দিল্লিগামী বেসরকারি একটি বিমানে পাশাপাশি আসনে বসে থাকতে দেখা যায় নীতিশ ও তেজস্বীকে।

যদিও একই বিমানে আসলেও, নীতিশ কুমার যে এখনই ইন্ডিয়াতে যোগ দেবেন, সেই সম্ভাবনা কম। এদিন বিকেলে ৪টে নাগাদ প্রধানমন্ত্রীর বাসভবনে এনডিএ শিবিরের বৈঠক রয়েছে। সেখানেই যোগ দেওয়ার কথা রয়েছে নীতিশ কুমারের।

Related Articles