Sambad Samakal

Abhijit Ganguly: প্রথমবার জিতেই মন্ত্রীত্বের পথে অভিজিৎ! পূরণ করবেন নিশীথের শূন্যস্থান!

Jun 6, 2024 @ 3:44 pm
Abhijit Ganguly: প্রথমবার জিতেই মন্ত্রীত্বের পথে অভিজিৎ! পূরণ করবেন নিশীথের শূন্যস্থান!

চব্বিশের লোকসভা ভোটে বিজেপির টিকিটে তমলুক থেকে জিতে প্রথম বারের জন্য সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর প্রথমবার ভোটে জিতেই কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার দৌঁড়ে অভিজিৎ!

জানা যাচ্ছে, এদিনই দিল্লির উদ্দেশে কলকাতা থেকে রওনা দিয়েছেন সদ্য বিজয়ী তমলুকের সাংসদ। দিল্লিতে পৌঁছে দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করবেন তিনি। সেখানেই মন্ত্রীত্বের বিষয়টি আলোচিত হতে পারে। প্রসঙ্গত, এবারের নির্বাচনে বাংলা থেকে নির্বাচিত কেন্দ্রীয় শান্তনু ঠাকুর জিতলেও, হেরে গিয়েছেন আর এক কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। ফলে বাংলার কোটা থেকে সাংসদ অভিজিৎ নিশীথের শূন্যস্থান পূরণ করতে পারেন বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশও। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে বিজেপি শিবিরের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Related Articles