Sambad Samakal

Abhishek-Akhilesh: দিল্লিতে বৈঠকে অখিলেশ-অভিষেক, কী নিয়ে আলোচনা দুই নেতার?

Jun 6, 2024 @ 10:55 am
Abhishek-Akhilesh: দিল্লিতে বৈঠকে অখিলেশ-অভিষেক, কী নিয়ে আলোচনা দুই নেতার?

ইন্ডিয়া জোটের বৈঠকের পরের দিনই দিল্লিতে মুখোমুখি হলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সকালে অখিলেশের বাড়িতে ডেরেক’ও ব্রায়েনকে সঙ্গে নিয়ে পৌঁছন অভিষেক।

ইন্ডিয়া জোট শরিকদের নিরিখে কংগ্রেসের পরেই সর্বোচ্চ আসন রয়েছে সমাজবাদী পার্টির, আর তিন নম্বরে রয়েছে তৃণমূল কংগ্রেস। ফলে সমাজবাদী পার্টি ও তৃণমূলের যৌথ পারফর্মেন্স ইন্ডিয়া জোটকে আরও শক্তিশালী করবে বলেই মত রাজনৈতিক মহলের একাংশের। যদিও ঠিক কী বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হচ্ছে, তা স্পষ্ট ভাবে জানা যায়নি। তবে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিরোধীদের কী রণকৌশল হবে, সেই বিষয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।

Related Articles