মোদির শপথের আগে নয়া তৎপরতা বিরোধী শিবিরে! রাজধানী দিল্লিতে নয়া সমীকরণ! বৃহস্পতিবার সকালে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের সঙ্গে একান্তে বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
জানা যাচ্ছে, এরপরেই আম আদমি পার্টি নেতা রাঘব চাড্ডা, সঞ্জয় সিং সহ শীর্ষ নেতারা অভিষেকের বাড়িতে আসেন। দীর্ঘক্ষণ বৈঠক চলছে তাঁদের মধ্যে। রাজনৈতিক মহলের একাংশের মতে, ইন্ডিয়া জোটের মধ্যে থেকেও আসনের নিরিখে দেশের চতুর্থ বৃহৎ রাজনৈতিক দল হিসেবে তৃণমূল পৃথকভাবে নিজেদের গ্রহণযোগ্যতা তৈরির চেষ্টা চালাচ্ছে।